চাঁদপুর প্রতিনিধি | তারিখ: ১৩-০২-২০১০
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা হাজীগঞ্জের পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে পূর্ব বাজারের শিবিরের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা। এ সময় শিবিরের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছাত্রলীগের হামলায় তাদের নয় কর্মী আহত হয়েছে। তবে আহতদের নাম জানাতে পারেনি সংগঠনটি।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন