17 February 2010

বিভিন্ন পদে আরও ২৯ কর্মকর্তা রদবদলঃ রাজশাহী নগর পুলিশের উপকমিশনার ওএসডি



নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৮-০২-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ফারুক হোসেন খুনের পর মহানগর পুলিশের পদস্থ এক কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও দুজনকে বদলি করা হয়েছে। ওএসডি হয়েছেন রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) সরদার নুরুল আমিন।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার হারুন আর রশিদকে মৌলভীবাজারে ও সাজ্জাদুর রহমানকে ঢাকায় বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তিন কর্মকর্তাসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদের ২৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রদবদল হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে সদর দপ্তরের আফতাব উদ্দিন আহমেদকে সিলেট নগর পুলিশের কমিশনার, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদকে র্যাবে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রৌশন আরা বেগমকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার আতিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, বরিশালের পুলিশ সুপার মাহবুবর রহমানকে ঢাকা মহানগরে, ডিএমপির উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীরকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এ ছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার আক্কাস উদ্দিন ভূঁইয়াকে নরসিংদীতে, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়াকে হবিগঞ্জে, পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝিকে চাঁপাইনবাবগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার নজরুল হোসেনকে লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরের পুলিশ সুপার জামিল আহমদকে পাবনায়, সিলেটের পুলিশ সুপার এস এম রুহুল আমীনকে সিআইডিতে, কক্সবাজারের পুলিশ সুপার শাখাওয়াত হোসেনকে সিলেটের পুলিশ সুপার, চট্টগ্রামের নবম এপিবিএনের অধিনায়ক এস এম রোকন উদ্দিনকে রাজশাহীর পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার শামসুদ্দিনকে ঝালকাঠিতে, ঝালকাঠির সরদার তমিজ উদ্দিনকে মাদারীপুরের পুলিশ সুপার, মাদারীপুরের এম খুরশিদ হোসেনকে ডিএমপিতে, দিনাজপুরের পুলিশ সুপার আবুল কালাম সিদ্দিককে খাগড়াছড়িতে, বরগুনার তানভির হায়দার চৌধুরীকে খুলনার পুলিশ সুপার, এআইজি নজরুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, চুয়াডাঙ্গার আবদুল বাতেনকে ডিএমপিতে, ডিএমপির মীর রেজাউল আলমকে কিশোরগঞ্জের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে রাজশাহী নগর পুলিশের উপকমিশনার, বগুড়া এপিবিএনের অধিনায়ক দেলোয়ার হোসেন মিয়াকে ময়মনসিংহ এপিবিএনে, মৌলভীবাজারের পুলিশ সুপার আবদুল আলিম মাহমুদকে এসবিতে এবং এসবির আবদুল কাদেরকে সিলেট মহানগরের উপকমিশনার হিসেবে বদলি করা হয়।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন