বাগেরহাট প্রতিনিধি | তারিখ: ১৮-০২-২০১০
মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে তিন ব্যক্তিকে হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। দুই মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মো. তোফাজ্জেল হোসেন ব্যাপারী এবং একই উপজেলার চাল রায়েন্দা গ্রামের মো. আবদুর রহিম তালুকদার বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে গতকাল বুধবার মামলা দুটি করেছেন। আদালত শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মাওলানা ইউসুফের বিরুদ্ধে বাগেরহাটে এর আগে চারটি মামলা হয়েছে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন