নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৮-০২-২০১০
রাজধানীর বিজয়নগরে গতকাল বুধবার দুপুরে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষ হয়েছে। এতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমানসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে পল্টনের কালভার্ট রোড থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক শ নেতা-কর্মী নয়াপল্টনের আনন্দ ভবনের সামনে জড়ো হয়ে দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল বের করেন। মিছিলটি বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে শিবিরের কর্মীরা পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়ে। আধঘণ্টা ধরে এ অবস্থা চলার সময় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ একত্রে শিবিরের কর্মীদের লাঠিপেটা শুরু করলে তারা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। শিবিরের কর্মীদের ইটের আঘাতে ওসি মজিবর রহমানসহ পাঁচ পুলিশ এবং জামায়াত-শিবিরের অন্তত ১৫ কর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের কর্মী এহতেশামউল্লাহ, শামসুল আলম ও মনির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আহত পুলিশ সদস্যরা রাজারবাগ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
পল্টন থানার কর্মকর্তা শাহজালাল প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মীদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে হামলা ও তাদের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক শেখ সোহরাওয়ার্দী।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন