নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ১৮-০২-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের তাণ্ডবে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হওয়ার ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার মহানগরের ছোট বনগ্রাম এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একই ঘটনায় গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ও জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি সিদ্দিক হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মহানগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের তাণ্ডবের পর জামায়াতের মহানগর সেক্রেটারি আবুল কালাম আজাদ আত্মগোপনে ছিলেন। গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গোয়েন্দা পুলিশ মহানগরের ছোট বনগ্রাম এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করে। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে শিবিরের তাণ্ডব ও ছাত্রলীগের কর্মী ফারুক হত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
রিমান্ডে: আদালত সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মতিহার থানার পুলিশ জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি সিদ্দিক হোসেনকে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার ঘটনায় গত মঙ্গলবার মহানগরের কোর্ট এলাকা থেকে সিদ্দিক হোসেনকে আটক করে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, সাতক্ষীরায় গ্রেপ্তার জামায়াত-শিবিরের ২৫ জন কর্মীকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম এইচ এম সামছুল আরেফিন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আবদুর সবুর আদালতে তাঁদের হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
গ্রেপ্তার আরও সাত: একই ঘটনায় ছাত্রশিবিরের রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক সভাপতি তারেক সাইফুল্লাহকে গতকাল দুপুর সোয়া একটার দিকে ইনস্টিটিউটের সামনে থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, একই ঘটনায় পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর হল থেকে খাদেমুল ইসলাম নামের শিবিরের আরেক কর্মীকে গ্রেপ্তার করে। খাদেমুল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এর আগে মঙ্গলবার রাতে মহানগর ও বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মতিহার থানার পুলিশ ছাত্রশিবিরের আরও পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মিজানুর রহমান, আশিক, ইমাম হোসেন, আলতাফ হোসেন ও তৌহিদুল ইসলাম।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, গ্রেপ্তার করা সাতজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে রাজশাহী মহানগরে বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জামায়াত-শিবিরের মোট ৯৮ জনকে গ্রেপ্তার করা হলো।
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি: অবিলম্বে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবিতে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা। স্মারকলিপিতে অন্যান্য দাবির মধ্যে রয়েছে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত শিক্ষাঙ্গন, অবিলম্বে ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার বিচার করাসহ মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আবাসিক হলগুলোতে আসন বণ্টন।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন