16 February 2010

জামায়াতের অভিযোগঃ শিবির নেতা শাহীনকে গুলি করে হত্যা করেছে পুলিশ




নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ১৭-০২-২০১০


রাজশাহী কলেজের ছাত্রশিবিরের নেতা হাফিজুর রহমান ওরফে শাহীনকে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পুলিশের একজন এসআই (উপপরিদর্শক) শাহীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশ উল্টো শাহীনের বন্ধু মাহফুজকে আসামি করে মামলা করেছে। শাহীনের হত্যাকারীর বিচার, শিবিরের নেতা মাহফুজের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মাহফুজ ও রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানের মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি আবু জার গিফারী, পৌর শাখার সেক্রেটারি আবুল হাসান। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে শিবিরের সদস্য মাহফুজ পারভেজের বাড়ি থেকে শাহিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন