16 February 2010

কাউনিয়ায় মুক্তিযোদ্ধার মাথা ফাটাল জামায়াত শিবিরের ক্যাডাররা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি | তারিখ: ১৭-০২-২০১০


রংপুরের কাউনিয়া উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ক্যাডাররা লাঠি দিয়ে মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের (৬৫) মাথা ফাটিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হারাগাছ বাংলাবাজার এলাকায় প্রকাশ্যে এ ঘটনার পর আবদুল কুদ্দুসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আবদুল কুদ্দুসের ছেলে আতিকুর রহমান (১৯) গতকাল রাতে কাউনিয়া থানায় মামলা করেছেন। মামলায় কাউনিয়া পৌর জামায়াতের সেক্রেটারি আইনুল ইসলাম, শিবিরের কর্মী রব্বানী, মিলন ও আজাদসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

আতিকুর রহমান অভিযোগ করে প্রথম আলোকে বলেন, হারাগাছ পৌরসভার জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আইনুল ইসলাম (৫২) দীর্ঘদিন ধরে তাঁকে শিবিরে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। একপর্যায়ে শিবিরের কর্মীরা আবদুল কুদ্দুসকে অনুরোধ করেন তিনি যেন আতিকুরকে শিবিরে যোগ দেওয়ার অনুমতি দেন। কিন্তু আবদুল কুদ্দুস এতে আপত্তি জানান। ক্ষিপ্ত হয়ে শিবিরের কর্মী রব্বানীর নেতৃত্বে জামায়াত-শিবিরের ক্যাডাররা গতকাল সন্ধ্যায় প্রকাশ্যে তাঁর মুক্তিযোদ্ধা বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।

এ ব্যাপারে কাউনিয়া পৌর জামায়াতের সেক্রেটারি আইনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক আল আরাফাত জানান, আবদুল কুদ্দুসের মাথা ফেটে গেছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম জানান, এ ব্যাপারে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন