28 February 2010

ছাত্রলীগকর্মী ফারুক হত্যাঃ শিবির ক্যাডার রাইজুল ও জামায়াতকর্মী গিয়াস সাত দিনের রিমান্ডে




নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও নীলফামারী প্রতিনিধি | তারিখ: ০১-০৩-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার অন্যতম আসামি শিবির ক্যাডার রাইজুল ইসলাম ও জামায়াতের কর্মী গিয়াস উদ্দিনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলার ঘটনায় মতিহার থানায় করা একটি মামলার আসামি সন্দেহে গত শনিবার নীলফামারী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সহসভাপতি রাইজুল ইসলামকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে এবং জামায়াতকর্মী গিয়াস উদ্দিনকে শুক্রবার বিকেলে রাজশাহীর বাঘা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে তাঁদের রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মারামারির ঘটনায় মতিহার থানায় দায়ের হওয়া ৪ নম্বর মামলার আসামি সন্দেহে আফতাবুজ্জামান (২৪) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। র্যাব সদস্যরা শনিবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব খুটামারা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন। জলঢাকা থানার পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেলিন আলমগীর জানান, গ্রেপ্তার হওয়া আফতাবুজ্জামানকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যার সঙ্গে জড়িত শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন