নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০১-০৩-২০১০
ইসলামী ছাত্রশিবির জাতির জন্য এক নেয়ামত। সব বাধা-বিপত্তি ও অপপ্রচারের পথ মাড়িয়ে ছাত্রশিবিরের কর্মীদের মূল লক্ষ্যে পৌঁছাতে হবে।
জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সাধারণ অধিবেশনে গত শনিবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এ কথা বলেন। অধিবেশনে দাবি করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন শিবিরের আক্রমণে মারা যাননি। তিনি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়েছেন।
অধিবেশনে শিবিরের নতুন সেক্রেটারি জেনারেলসহ কার্যকরী পরিষদের নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়। সম্প্রতি শিবিরের সেক্রেটারি জেনারেলসহ কার্যকরী পরিষদের বেশির ভাগ সদস্য পদত্যাগের পর এই নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে ২০১০ সালের জন্য সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন ফখরুদ্দিন মানিক। কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি শামসুল আলম গোলাপও স্থান পেয়েছেন।
কার্যকরী পরিষদের সাধারণ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। তিনি বলেন, ছাত্রশিবিরকে নৈতিকতা ও যোগ্যতার মানদণ্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুন্দর ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় তাঁদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিবিরের সভাপতি রেজাউল করিম দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ছাত্রশিবির জড়িত নয়। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ফারুক হোসেন নিহত হয়েছে। আওয়ামী লীগ এ হত্যার দায়ভার শিবিরের ওপর চালিয়ে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে।
ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান, শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
নতুন কার্যকরী পরিষদ: ২০১০ সালের জন্য শিবিরের নতুন কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, দেলোয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ আতাউর রহমান সরকার, নুর মোহাম্মদ মণ্ডল, শামসুল আলম গোলাপ, নিজামূল হক নাঈম, গোলাম মর্তুজা, সোহেল খান, মনির উদ্দিন মণি, আতিকুর রহমান, আসম ইয়াহহিয়া, মাকসুদুর রহমান, মোকাররম বিল্লাহ আনসারী, মুহাম্মদ কলিমুল্লাহ, তৌহিদুর রহমান সুইট, আবদুল জব্বার, আবু নাসের, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ জাকারিয়া হাবিব, নুরুল ইসলাম আকন্দ, মুহাম্মদ তারেকুজ্জামান, মিয়া মুজাহিদুল ইসলাম, মাসুদ পারভেজ রাসেল, মুহাম্মদ শামসুদ্দিন আহমেদ, নাসির উদ্দিন মোল্লা, মুহাম্মদ আহমাদুল্লাহ, মুহাম্মদ শফিউর রহমান, মুহাম্মদ জহির উদ্দিন, কামরুল ইসলাম ইমরুল। কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রেজাউল করিম কার্যকরী পরিষদের সভাপতি ও সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দিন মানিক পদাধিকার বলে কার্যকরী পরিষদের সদস্য হবেন।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন