19 February 2010

বরিশালে শহীদ মিনার ভাঙার প্রতিবাদে মানববন্ধন




বরিশাল অফিস | তারিখ: ১৯-০২-২০১০


বরিশাল নগরের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের শহীদ মিনারটি বুধবার রাত নয়টায় ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শহীদ মিনার ভাঙার প্রতিবাদে এলাকাবাসী এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

এ ঘটনায় পুলিশ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটক করাদের মধ্যে ছয়জনের নাম পুলিশ প্রকাশ করেছে। তাঁরা হলেন: আবদুল কুদ্দুস, কবির হোসেন, জাহাঙ্গীর, মিজানুর রহমান, শামিমুল হক ও আমিনুল ইসলাম। তাঁরা জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত নয়টায় কাশিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের শহীদ মিনারটি ভেঙে গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ১০টায় সিটি মেয়র শওকত হোসেন, স্থানীয় কাউন্সিলর, কলেজ অধ্যক্ষ, সহকারী পুলিশ কমিশনার ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় বাসিন্দা মো. সুলতান আহম্মেদ জানান, রাত নয়টায় কলেজের সামনের মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে তিনজনকে দৌড়ে যেতে দেখেন। একটু সামনে গিয়ে দেখতে পান, কলেজের মাঠে শহীদ মিনারের অনেকটা অংশ ভাঙা।

শহীদ মিনার ভাঙার প্রতিবাদে গতকাল বেলা সাড়ে ১১টায় কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দেড় হাজার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। ওই বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ থেকে শহীদ মিনার ভাঙায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।



খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন