19 February 2010

খুলনা বিএল কলেজঃ ছাত্রশিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার




নিজস্ব প্রতিবেদক, খুলনা | তারিখ: ১৯-০২-২০১০


খুলনায় সরকারি বিএল কলেজে ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাস থেকে পুলিশ ধারালো অস্ত্র, লাঠিসোঁটা এবং বিপুল পরিমাণ ইট ও পাথরের টুকরা উদ্ধার করেছে।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহানারা খাতুন জানান, শিবিরের চিহ্নিত ক্যাডারদের ধরতে পুলিশ গত বুধবার বিএল কলেজের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালায়।

এর মধ্যে শিবির নিয়ন্ত্রিত তিতুমীর ছাত্রাবাসের স্টোররুম থেকে একটি রামদা, দুটি ছুরি, একটি রড, চার বস্তা পাথর ও ইটের টুকরা উদ্ধার করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানিয়েছেন।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন