19 February 2010

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশঃ জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি




বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | তারিখ: ১৯-০২-২০১০


বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরকে প্রতিহত করারও ঘোষণা দিয়েছে এ সংগঠন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পরিষদের নেতারা এ দাবি জানান। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় জাতীয় পরিষদও একই দাবি জানিয়েছে।

গতকাল দুপুরে মধুর ক্যানটিন থেকে একটি মিছিল বের করে পরিষদ। ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসানের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির মৃদু ধাক্কাধাক্কি হয়। তবে ছাত্রলীগের নেতারা এই ঘটনা অস্বীকার করেছেন।

ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পরিষদ অপরাজেয় বাংলার সামনে একটি সমাবেশ করে।
এতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখনই স্বাধীনতাবিরোধী চক্র ষড়যন্ত্র শুরু করেছে। তিনি সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গি ও মৌলবাদীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির আগেই তাদের প্রতিহত করতে হবে।
জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ বলেন, রাজশাহী ও চট্টগ্রামের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ঘাতকদের প্রতিহত করতে হবে।

ছাত্রমৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুস সাফা, ছাত্র সমিতির আহ্বায়ক আলমগীর হোসেনসহ অন্যরা সমাবেশে বক্তব্য দেন।

ছাত্র ইউনিয়নের সভা: আইন করে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করাসহ সন্ত্রাস ও দখলদারি প্রতিরোধ করে একটি সুস্থ ধারার ছাত্র অধিকারের আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। গতকাল ডাকসুতে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিষদের সভা শেষে এই আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি মানবেন্দ্র দেব এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় চালাতে হলে ক্যাম্পাসকে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত করতে হবে। সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বলেন, জামায়াত-শিবিরচক্র ৭১-এর মতো আবার হত্যাযজ্ঞে মেতে উঠেছে।

ছাত্রমৈত্রীর সংবাদ সম্মেলন: ছাত্রমৈত্রী আগামী ৯ থেকে ১১ মার্চ তাদের পঞ্চদশ জাতীয় সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে। ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, মৌলবাদ, অপতত্পরতা রুখো; একই পদ্ধতির বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক গণমুখী শিক্ষানীতি বাস্তবায়ন করো’—এ স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম এ কথা জানান। এ সময় সংগঠনের নেতা কায়সার মাহমুদ, বাপ্পাদিত্য বসু, তানভীর রুসমত প্রমুখ উপস্থিত ছিলেন।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন