19 February 2010

শিবির ক্যাডারসহ দুজন গ্রেপ্তার

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় শুক্রবার ছাত্রশিবিরের এক ক্যাডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম নামের এক কর্মচারীকে।

পাবনার আটঘরিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় জাহিদুল ইসলাম (২৫) নামের একজনকে।

আটঘরিয়া থানা পুলিশ বলেছে, জাহিদ শিবিরের ক্যাডার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার আসামি। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের ছাত্র।

গত ৮ ফেব্র"য়ারি রাতভর ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে নিহত হন গণিত বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী ফারুক হোসেন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় তিনি মারা গেছেন।

এ ঘটনার পর দেশব্যাপী চিরুণী অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

এরপর রাজশাহীসহ সারা দেশে দুই শতাধিক জামায়াত ও শিবির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।

এর মধ্যে রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানসহ জামায়াত-শিবিরের অন্তত একশ' নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর পুলিশ বলেছে, নগরীসহ জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হামলায় জড়িত ৫৪ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের গ্রেপ্তারে বিভিন্ন থানায় ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মৃণাল কান্তি রায় সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ষ্টেডিয়াম মার্কেটের কাছ থেকে কর্মচারী আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

সালাম বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখায় গার্ড হিসাবে কর্মরত।

এসি জানান, ৮ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয়ে সহিংসতার সময় কর্তব্যরত পুলিশের ওপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি থানা হেফাজতে আছেন।

পাবনা: আটঘরিয়া থানার ওসি এনামুল হক খান সাংবাদিকদের বলেন, উপজেলার চাঁদভা এলাকা থেকে শুক্রবার বাদ জুম্মা জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, রাজশাহীর মতিহার থানার সুনির্র্দিষ্ট তথ্যের ভিত্তিতে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলার ২৩ নম্বর আসমি। তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন