ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জড়িত অভিযোগে ঢাকায় গ্রেপ্তার জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের সাত কর্মীকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনায় গ্রেপ্তার শিবিরের তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
বুধবার রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জামায়াত ইসলামীর কর্মী খলিলুর রহমানকে। বৃহস্পতিবার খলিলুরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে হাকিম শামিমা পারভীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার হয় দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিবিরকর্মী শফিকুল ইসলাম বিপ্লব ও আসিফুজ্জামান রুবেল। বৃহস্পতিবার একই হাকিম তাদেরকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় তাদের পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে তা নাকচ করেন বিচারক।
ঢাকার ধামরাইয়ের গাওতারা গ্রামের খলিলুর নিউমার্কেটের আইয়ূব আলি কলোনীতে থাকতেন। বিপ্লব ও রুবেল থাকতেন ১৫/৬, জয়নাগ রোডের মোজাম্মেল মিয়ার ছাত্রবাসে।
এরা তিনজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় জড়িত দাবি করে আদালতের কাছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটকে রাখার আবেদন জানায় পুলিশ।
শিবিরের ৩ কর্মী রিমান্ডে
পুলিশের কাজে বাধা দেওয়া ও তাদেরকে জখম করার অভিযোগে বুধবার পল্টন এলাকা থেকে গ্রেপ্তার শিবিরকর্মী এহেতেশাম বিল্লাহ, শামসুল আলম ও মোহাম্মদ মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ আদেশ দেন।
পল্টন থানার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানান।
একই আদালত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জড়িত অভিযেগে ঢাকায় গ্রেপ্তার শিবিরকর্মী সাইদুল ইসলাম, তারিকুল ইসলাম এবং গোলাম হায়দারকেও এদিন কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত হয় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন। ছাত্র শিবিরের হামলায় তিনি মারা গেছেন বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/জিএনএ/২২১৫ ঘ.
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন