19 February 2010

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের রোকনের বাড়ি থেকে ককটেল উদ্ধার




ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | তারিখ: ১৯-০২-২০১০


ব্রাহ্মণবাড়িয়া শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন রোকনের বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার ককটেল, খেলনা পিস্তল ও ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জামায়াতের রোকন মনোয়ার উদ্দিনের বাড়ি শহরের পূর্ব পাইকপাড়ার মাসুম মঞ্জিলে দুপুরের দিকে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ভাই মৃত জিয়াউল করিমের ঘর থেকে পাঁচটি ককটেল, একটি খেলনা পিস্তল ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়। পরে পুলিশ মনোয়ারের ভাতিজা মো. নাবিলকে আটক করে।

এদিকে বুধবার রাত সাড়ে নয়টার দিকে মনোয়ার উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায়। মনোয়ার জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না। বাইরের কেউ তাঁর ঘর পুড়িয়ে দিয়েছে। ককটেল তাঁর ভাইয়ের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। নিজেকে জামায়াতের রোকন পরিচয় দিয়ে মনোয়ার বলেন, ‘মাসুম মঞ্জিলের লোকজন অনেক আগে থেকেই জামায়াতের সঙ্গে জড়িত। তবে আমার ভাইয়ের ছেলেরা রাজনীতির সঙ্গে জড়িত নয়।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম সারোয়ার জানান, মনোয়ার জামায়াতের জেলা ইউনিটের সদস্য। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম ককটেল উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি রহস্যজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।



খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন