নিজস্ব প্রতিবেদক, রংপুর | তারিখ: ১৯-০২-২০১০
রংপুরের কাউনিয়া উপজেলায় জামায়াত-শিবির কর্মীদের হাতে এক মুক্তিযোদ্ধা আহত হওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা গতকাল বৃহস্পতিবার রংপুর শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
রংপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংসদের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মজিবর মাস্টার, মুক্তিযোদ্ধা কাইয়ুম মণ্ডল প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় গিয়ে শেষ হয়।
কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার ঠাকুরদাস গ্রামে মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসকে গত মঙ্গলবার সন্ধ্যায় লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় সন্ত্রাসীরা। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
ঘটনার দিন রাতেই হারাগাছ পৌরসভা শাখা জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুর রহমানসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন আবদুল কুদ্দুস। মামলার পর রাতেই আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আবদুল কুদ্দুস প্রথম আলোকে জানান, জামায়াতের সদস্য হওয়ার জন্য জামায়াত-শিবির নেতা-কর্মীরা তাঁকে চাপ প্রয়োগ করে আসছেন। এতে রাজি না হওয়ায় তাঁর ওপর হামলা করেছেন তাঁরা।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন