11 February 2010

এবার আর বিচারবিভাগীয় তদন্ত চাইলেন না মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১১-০২-২০১০

এবার আর বিচারবিভাগীয় তদন্ত চাইলেন না জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তদন্তের দাবি না করে তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের নিহত নেতা পুলিশের গুলিতে মারা গেছেন। এই ঘটনা ও রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে ও শিবিরের গ্রেপ্তার হওয়া কর্মীদের মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুজাহিদ এই কর্মসূচি ঘোষণা করেন। গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক নিহত হওয়ার ঘটনার পর মুজাহিদ বলেছিলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাঁদের জানা নেই। এ ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছিলেন তিনি।

কিন্তু গতকাল বুধবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জে ফারুক হত্যা মামলার আসামি শিবিরের কর্মী হাফিজুর রহমান ওরফে শাহীন নিহত হওয়ার বিষয়ে মুজাহিদ বলেন, পুলিশের গুলিতে শাহীন মারা গেছেন। ঘটনার কোনো তদন্ত তিনি দাবি করেননি।

পরে সাংবাদিকেরা মুজাহিদের কাছে জানতে চান, ফারুক হত্যার ঘটনায় শিবিরের জড়িত থাকার অভিযোগ থাকাতেই তিনি বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলেন কি না। আর যেহেতু এখানে শিবিরের কর্মী নিহত হয়েছে, সে কারণে তিনি বিচারবিভাগীয় তদন্ত দাবি না করে সরাসরি পুলিশকে অভিযুক্ত করেছেন কি না।

জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘গতকাল (বুধবার) আমি বক্তব্য দিয়েছি যেহেতু এই বিষয়ে সরকার আমাদেরকে দোষী সাব্যস্ত করে বক্তব্য দিয়েছে। এবার পুলিশ বিচারবিভাগীয় তদন্ত করুক, আমাদের আপত্তি নেই।’

এরপর একজন সাংবাদিক মুজাহিদের কাছে দুই ঘটনায় জামায়াতের দুই ধরনের অবস্থান বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মুজাহিদ বলেন, ‘আমার কোনো কন্ট্রাডিকশন (দ্বিমুখী নীতি) নাই। আপনিই বরং যেটা শিবিরের বিপক্ষে যায়, সেখানে এক রকম কথা বলেন, আর যেটা পক্ষে যায়, সেখানে অন্য রকম কথা বলেন।’

উল্লেখ্য, ফারুক হত্যা মামলার আসামি শিবিরের কর্মী শাহীন গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি মাহফুজ পারভেজের বাড়িতে গুলিবদ্ধ হয়ে মারা যান। সংবাদ সম্মেলনে মুজাহিদ অভিযোগ করেন, পুলিশ গভীর রাতে মাহফুজ পারভেজের বাড়িতে ঢুকে শাহীনের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাঁকে গুলি করে হত্যা করে।

পুলিশ অবশ্য বলেছে, ছাত্রশিবিরের ছেলেরাই তাঁকে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় মাহফুজ পারভেজকে গ্রেপ্তারও করেছে পুলিশ। মুজাহিদ দাবি করেছেন, শাহীন হত্যার ঘটনায় স্বীকারোক্তি নেওয়ার জন্য পুলিশ মাহফুজকে নির্যাতন করেছে।

এই তথ্য কোত্থেকে জানলেন, জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘ওখানকার আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমাদের জানাচ্ছে। আমি যে বর্ণনা দিয়েছি, সেটি সঠিক বর্ণনা। বন্দুকের নল গলায় ঠেকিয়ে গুলি করা হয়েছে।’

রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে গ্রেপ্তারেরও প্রতিবাদ জানান মুজাহিদ। তিনি বলেন, আতাউর রহমান কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁকে হীন রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে।

ফারুক হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া শিবির কর্মীদের নিরীহ দাবি করে তাদের মুক্তিও দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

কর্মসূচি ঘোষণা: উপরিউক্ত দুটি ঘটনায় জামায়াত কাল শুক্রবার দেশের সব মহানগরে ও আগামী শনিবার দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল করার কর্মসূচি ঘোষণা করেন মুজাহিদ।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন