11 February 2010

সংসদে ফিরে ৪ ঘণ্টা পর বিরোধী দলের ওয়াক আউট


বিশেষ প্রতিনিধি | তারিখ: ১১-০২-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের হাতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিরোধী দল আজ বৃহস্পতিবার অধিবেশনে ফিরেই সংসদ থেকে ওয়াক আউট করেছে। সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ওয়াক আউট করে।

প্রায় ১০ মাস পর বিরোধী দল আজ বিকেল সোয়া তিনটার দিকে সংসদে যোগ দেয়। যোগ দেওয়ার চার ঘণ্টা পরই তারা সংসদ থেকে ওয়াক আউট করে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, খুনি মোশতাক, জিয়া চক্র স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে লালনপালন এবং রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছে। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের কাজ নস্যাত্ করতে জামায়াত-শিবির চক্র এ ধরনের অঘটন ঘটিয়ে যাচ্ছে। তারা বঙ্গবন্ধু হত্যার বিচার হোক, সেটাও চায়নি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির জনকের হত্যার বিচারের রায় কার্যকরের মতো যুদ্ধাপরাধীদের বিচারের রায়ও কার্যকর করা হবে। কোনো ষড়যন্ত্র করে এ বিচার থামানো যাবে না।

রাজশাহীর ঘটনা নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে সাহারা খাতুন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হত্যা, সন্ত্রাস আর নৈরাজ্য হতে দেওয়া যাবে না। সব কঠোর হাতে দমন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরের এ নৃশংসতা ১৯৭১ সালের নৃশংতাকেও হার মানায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এভাবেই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে রায়েরবাজারে ফেলে রাখা হয়েছিল। গত বছর একইভাবে বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করে ম্যানহোলে ঢোকানো হয়েছিল। সেই অপশক্তিই আবার হত্যা আর রগকাটা শুরু করেছে। এটা হতে দেওয়া যায় না। হতে দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধী দল হই চই করে প্রতিবাদ জানায়। বিরোধী দলের সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী মাইক ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জের দাবি জানান। এ সময় স্পিকার বলেন, ৩০০ বিধির বক্তব্যের ওপর আলোচনা করা যায় না। এরপরই খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের সাংসদেরা ওয়াক আউট করেন।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন