নিজস্ব প্রতিবেদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ১১-০২-২০১০
রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা আতাউর রহমানকে পুলিশ আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রেপ্তার করেছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে মদদ দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালিয়া থানায় আতাউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনায় নগরের বিভিন্ন স্থানে সন্দেহভাজন আরও ২৭ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে পবা থানায়, চারজনকে মতিহার থানায় এবং বাকি চারজনকে মোহনপুর থানায়। রাজশাহী সিটি পুলিশের বিশেষ শাখা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সোমবার রাতে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হন। কুপিয়ে হত্যা করে ফারুকের লাশ একটি ম্যানহোলে ফেলে রেখে যায় শিবির কর্মীরা। গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা শিবিরের হামলায় পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের তিনজন কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয়।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন