চাঁপাইনবাবগঞ্জ অফিস | তারিখ: ১১-০২-২০১০
ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কর্মী শাহীন (২৫) বুধবার দিবাগত রাত দুইটায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবারের হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি।
ওই হামলার পরে শিবিরের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মাহফুজের বাড়িতে শাহীনসহ দু-তিন ব্যক্তি লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, তাঁরা ওই বাড়িতে পৌঁছানোর আগেই গুলির শব্দ শুনতে পান। তবে কার গুলিতে শাহীন মারা গেছেন তা জানা যায়নি বলে তিনি জানান।
গ্রাম পুলিশ, এলাকাবাসী ও মাহফুজের চাচা আতিউর রহমান এবং চৌকিদার আনারুল ও আলিম বলেছেন, পুলিশ আসার আগেই গুলিবিদ্ধ শিবির কর্মী শাহীনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
তবে শিবিরের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখার বর্তমান সভাপতি মাসুদ রানা দাবি করেছেন, পুলিশের গুলিতেই শাহীন মারা গেছেন। পুলিশ শাহীনের লাশ শিবগঞ্জ থানায় নিয়ে গেছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, নিহত শাহীনের বাড়ি রাজশাহীর মতিহার থানার মেহেরচণ্ডীতে। সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হন। মঙ্গলবার ভোর পর্যন্ত চলা শিবিরের হামলায় পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন