সুলাইমান নিলয়
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল মামুনের পদত্যাগের পর সোমবার বিকালে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের আরো ২৫ সদস্য পদত্যাগ করেছেন।
সদ্য পদত্যাগী মামুন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ গণ পদত্যাগের খবর নিশ্চিত করে বলেন, "সোমবার বিকালে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২৫ সদস্য পদত্যাগ করেছেন।"
গত শনিবার তার পদত্যাগের খবর প্রকাশ করা হয়নি বলেও তিনি জানান।
মামুন এ গণ পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
তবে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান।
এদিকে শিবির নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ট সূত্রগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বেশকিছু বিষয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ গণ পদত্যাগের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম স�প্রতি রাজশাহী বিশ্বদ্যিালয়ে সংঘর্ষের ঘটনা। কয়েকদিনের মধ্যে গঠিত হতে যাওয়া নতুন কার্যকরী পরিষদ নিয়েও দ্বন্দ্ব ছিল বলে জানা যায়।
এও শোনা যায় যে, মূল সংগঠন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুাজাহিদের সঙ্গে শিবিরের শীর্ষ নেতৃত্বের দ্বন্দ্বের জের ধরেই এই গণ পদত্যাগ।
গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হন।
এর পর শিবিরের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
গত দুসপ্তাহে অসংখ্য শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/০১১৫ ঘ.
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন