12 February 2010

উত্তরায় ৩৬ শিবির কর্মী গ্রেপ্তার

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ৩৬ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা জোনের উপপুলিশ কমিশনার নিসারুল আরিফ জানান, রাজশাহীতে ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার পর সেখানকার শিবির নেতাকর্মীরা পালিয়ে ঢাকার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে� এমন তথ্য পাওয়ার পর উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি মেসে বৃহস্পতিবার অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পুলিশ সেখান থেকে ৫০ জনকে আটক এবং সরকারবিরোধী ও 'জিহাদী' বই-লিফলেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩৬ জনকে সন্দেহ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। বাকিদের ছেড়ে দেওয়া হয়।"

হেফাজতে নিয়ে এদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি জানান।

গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন। পুলিশ জানিয়েছে, ছাত্র শিবিরের হামলায় তিনি মারা যান।

বৃহস্পতিবার সারাদেশে ছাত্র শিবিরের বিরুদ্ধে চিরুণী অভিযানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/এমআই/১৬৩৫ ঘ.


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন