নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ২২-০২-২০১০
চাঁপাইনবাবগঞ্জে শিবিরনেতা হাফিজুর রহমান ওরফে শাহীন হত্যা মামলায় ফারুক হোসেন নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি একই ইউনিয়নের হাদিনগর গ্রামে।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওহেদুজ্জামান জানান, শাহীনের ব্যবহূত মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে নবাবগঞ্জ কলেজের ছাত্র ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের সাবেক শিবিরনেতা মাহফুজের বাড়ি থেকে পুলিশ শাহীনের লাশ উদ্ধার করে। শাহীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শিবগঞ্জে একটি হত্যা মামলা করে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন