নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৬-০২-২০১০
বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডকে পরিকল্পিত আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, এর পেছনে ভারতের গভীর ষড়যন্ত্র রয়েছে।
নিজামী বলেন, ২০০০ সালে বিডিআরের কাছে পরাজিত হয়েছিল বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)। সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই নয় বছর পর বিডিআরের ওপর হত্যাযজ্ঞ চালায় ভারত। এ ছাড়া ভারত চায় বাংলাদেশে ফেনসিডিলের বাজার তৈরি ও তাদের পণ্য পাচার করতে। সে কারণেই বিডিআরকে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীকে দুর্বল করার মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানা হয়েছে। এভাবেই এক ঢিলে দুই পাখি মারা হয়েছে।
বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের এক বছর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজামী এ কথা বলেন। ভারতীয় গণমাধ্যমে সবার আগে বিডিআরের মহাপরিচালকের মৃত্যুর খবর প্রকাশ করার কথা উল্লেখ করে নিজামী বলেন, ‘তারা কীভাবে আগে থেকে এ খবর জানল? এতেই প্রমাণিত হয় ভারত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।’
ঘটনার পরপরই বিডিআরের মহাপরিচালক প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন দাবি করে জামায়াত-প্রধান বলেন, ‘সঠিক সময়ে সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ বাঁচানো যেত।’ তিনি বলেন, সে সময়ের সেনাপ্রধান মইন উ আহমেদ প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছিলেন। সে কারণেই যথাসময়ে অভিযান চালানো যায়নি।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন