| তারিখ: ২৬-০২-২০১০
বাংলাদেশ সরকারকে নির্বিচারে বিরোধীদলীয় ছাত্রসংগঠনের নতা-কর্মীদের গণগ্রেপ্তার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি গত মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, বিরোধী দলের ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের লক্ষ্য করে গণগ্রেপ্তার চলছে মনে হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি যেকোনো রাজনৈতিক দলেরই সদস্য হোন, যেকোনো দলের সঙ্গেই যুক্ত থাকুন না কেন, অপরাধবিষয়ক ঘটনাগুলোর তদন্ত নিরপেক্ষ হতে হবে। গত সপ্তাহে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ অন্যান্য শহরে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের তিন শতাধিক কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় অ্যামনেস্টির পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো। বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের অবিলম্বে আদালতে হাজির করার বিষয়টি কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। তাঁদের আটকাদেশের বিরুদ্ধে আইনগত মোকাবিলার বিষয়টিও অনুমোদন করতে হবে। নির্যাতনের ঝুঁকির মধ্যে তাঁদের রাখা যাবে না।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন