12 February 2010

রাজশাহীর জামায়াত নেতা ৫ দিনের রিমান্ডে

রাজশাহী, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত মহানগর জামায়াতের আমির মওলানা আতাউর রহমানকে পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

এছাড়া আরো ১০ শিবির নেতাকর্মীকেও পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে ২৮ শিবির নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামায়াত নেতা ও শিবির নেতাকর্মীদের শুক্রবার বিকালে রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায়।

শুনানি শেষে হাকিম রুহুল আমীন পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, ফারুক হত্যা, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ কর্মীর উপর হামলার মামলায় আতাউর রহমানসহ ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, তিনটি মামলায় জামায়াত নেতাসহ ১১ জনকে পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

গত সোমবার রাতভর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংষর্ষে হয় ফারুক হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হন।

পুলিশ বলেছে, শিবিরের হামলায় ফারুক নিহত হয়েছেন। তিনি ছাত্রলীগ কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নগরীর লোকনাথ বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ আতাউর রহমানকে গ্রেপ্তার করে।

রাতে পবা উপজেলার পারিলা এলাকা থেকে ছয়জন এবং মোহনপুরের বিভিন্ন স্থান থেকে পুলিশ আরো চার শিবির নেতাকর্মীকে আটক করে।

হেফাজতে নেওয়া শিবির নেতাকর্মীরা হলেন- আব্দুল হক, শাহিনুল হক, খায়রুল ইসলাম, শাহিন আলম, মকবুল হোসেন, ইস্রাফিল হক, আব্দুল খালেক, মামুনুর রশিদ-১, মামুনুর রশিদ-২, ইস্রাফিল হোসেন।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শুক্রবার আরো একটি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা পাঁচে উন্নীত হলো।

ওসি জানান, হামলার অভিযোগে শিবিরের রাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ২০/২৫ জন অজ্ঞাত করে শুক্রবার ছাত্রলীগ কর্মী রাহিদুল ইসলাম একটি মামলা দায়ের করেন।

তবে রাহিদুল কোন হলের ছাত্রলীগ কর্মী তাৎক্ষণিকভাবে ওসি তা জানাতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৫ ঘ.



খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন