ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাসে বৃহস্পতিবার রাতে একটি বোমা বিস্ফোরণের পর এক শিক্ষক ও শিক্ষার্থীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে রাত ১২টার দিকে বোমা বিস্ফোরণ ঘটে বলে সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিক্ষক মো. আতিকুর রহমান (২৮), ছাত্রাবাসের দারোয়ান মফিজুল ইসলাম (২৬), শিক্ষার্থী মফিজুল ইসলাম (১৮), মাহমুদুল হাসান (১৮) মনিরুল ইসলাম (১৭), মুকিত সরকার (১৮) ও মাহবুবুল ইসলাম (১৮)। শিক্ষার্থীরা সবাই এসএসসি পরীক্ষার্থী।
ওসি হামিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বরেন, "রাতে ছাত্রাবাসে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয় এবং ছাত্রাবাসের একটি কক্ষের জানালার কাঁচ ও লাইট ভেঙ্গে যায়। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।"
গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাশকতার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিলো কি না, তা তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪০০ ঘ.
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন