নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৪-০২-২০১০
সরকারের বিরুদ্ধে সারা দেশে হিংসার আগুন ছড়িয়ে দেওয়ার অভিযোগ করলেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তিনি বলেন, এ কারণেই সারা দেশে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরের উদ্যোগে সংগঠনটির মহানগর সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার মগবাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন নিজামী। তিনি বলেন, বর্তমান সরকার দেশ থেকে জামায়াত-শিবিরসহ ইসলামি রাজনীতি নিষিদ্ধ করতে চাইছে। নিজামী বলেন, পরিস্থিতি উত্তপ্ত করতেই ষড়যন্ত্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা এবং সারা দেশে চিরুনি অভিযানের নামে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান চলছে।
সভাপতির বক্তব্যে কবির আহমেদ জামায়াত-শিবিরের গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি দাবি করেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, ‘আমরা ভয় পাই না। আমরা দুনিয়ায় বেঁচে থাকার চাইতে শহীদের মৃত্যু আলিঙ্গন করি।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ খান বলেন, বর্তমান সরকারের মধ্যে শয়তান ঢুকে গেছে। এই শয়তানরাই সব ষড়যন্ত্র করছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন