24 February 2010

লাঠিসোটা নিয়ে মুজিবনগরে জামায়াতের বনভোজন!




মেহেরপুর প্রতিনিধি | তারিখ: ২৪-০২-২০১০



মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে বনভোজনের নামে নাশকতা ও গোপন বৈঠক করার চেষ্টার অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দলটির ২০০ নেতা-কর্মী মুজিবনগরের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি মানচিত্রের সামনে জড়ো হন। এ সময় পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা জামায়াতের নেতা-কর্মীদের সেখান থেকে হটিয়ে দেন।

পুলিশের দাবি, নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করতে দলটির প্রায় ২০০ নেতা-কর্মী গতকাল মুজিবনগরে জড়ো হন। তবে জামায়াতের নেতারা দাবি করেছেন, কোনো নাশকতা বা গোপন বৈঠকের উদ্দেশ্যে নয়, বনভোজনের জন্য দলের নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, সকাল ১০টার দিকে বিভিন্ন দিক থেকে বিছিন্নভাবে জামায়াতের নেতা-কর্মীরা মুজিবনগরে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি মানচিত্রের কাছে জড়ো হন। ৩০ মিনিটের মধ্যে প্রায় ২০০ নেতা-কর্মী সেখানে অবস্থান নেন। এঁদের অধিকাংশই মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মী। অনেকের হাতে লাঠি ও ঘাড়ে কালো ব্যাগ ছিল। ওই স্থানে বনভোজনের কোনো আয়োজন প্রত্যক্ষদর্শীদের চোখে পড়েনি। ঐতিহাসিক মুজিবনগরে বনভোজনের নামে জামায়াতের জটলার বিষয়টি সবার মনে সন্দেহের দানা বাঁধে। স্থানীয় লোকজন পুলিশ ও র‌্যাবকে খবর দেন। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে জামায়াতের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ ছিল কোনো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকের জন্য জামায়াতের প্রায় ২০০ নেতা-কর্মী মুজিবনগরে জড়ো হয়েছেন।

জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক দাবি করেন, তাঁরা বনভোজনের উদ্দেশ্যে মুজিবনগরে জড়ো হয়েছিলেন। কিন্তু পুলিশ বাধা দিলে তাঁরা মুজিবনগরের অদূরে কেদারগঞ্জের একটি বাগানে গিয়ে বনভোজন করেন। বনভোজন করতে প্রশাসনের অনুমতি নিয়েছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে জামায়াতের নেতা জানান, এ ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়নি। লাঠিসোঁটা নিয়ে কীভাবে বনভোজন হয়—এ প্রশ্নের জবাবে গোলাম ফারুক বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের এমন দাবি একেবারেই মিথ্যা।’


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন