24 February 2010

বগুড়ায় জামায়াত নেতার অবৈধ দখল থেকে জমি মুক্ত




নিজস্ব প্রতিবেদক, বগুড়া | তারিখ: ২৪-০২-২০১০


বগুড়ার জেলা প্রশাসন স্থানীয় এক জামায়াত নেতার দখলে থাকা সরকারি জায়গা দখলমুক্ত করেছে। গতকাল মঙ্গলবার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকায় এই উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গা দখলমুক্ত করা হয়। আট মাসে প্রায় দুই কোটি টাকার সরকারি ভূমি দখলমুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদলায় সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে রেখেছিলেন জামায়াতের নেতা আজাদুর রহমান। সেখানে দোকানঘর ও একটি বেসরকারি স্কুলের ঘর করে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন তিনি। তাঁকে নোটিশ দেওয়া হলে তিনি আদালতে যান। আদালত থেকে স্থিতাবস্তার আদেশ দিলে কার্যক্রম বন্ধ থাকে। সম্প্রতি এই স্থিতাবস্তা প্রত্যাহার হওয়ায় সোমবার গিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়। এখানে প্রায় দুই শতক জায়গা দখলে ছিল।

কয়েক দিন আগে সোনাতলা উপজেলার বালুয়া মৌজায় ইউনিয়ন ভূমি কার্যালয়সংলগ্ন খাস খতিয়ান জায়গা দখলমুক্ত করা হয়।

জেলা রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ মুনীর চৌধুরী অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ দেন। এরপর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় দুই সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে এসব জমি থেকে পাকা, সেমিপাকা ও কাঁচা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রয়েছে দোকান, হোটেল, কসাইখানা, ঘরবাড়ি ও বেসরকারি কেজি স্কুল।

গত আট মাসে বগুড়া জেলায় এ পর্যন্ত ১ দশমিক শূন্য ৪ একর খাস ও অর্পিত সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। উদ্ধার করা এসব জমির দাম প্রায় দুই কোটি টাকা। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন