24 February 2010

ঠাকুরগাঁওয়ে শিবির কর্মী সন্দেহে গ্রেপ্তার ২




ঠাকুরগাঁও প্রতিনিধি | তারিখ: ২৪-০২-২০১০


ঠাকুরগাঁওয়ে শিবির কর্মী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্র মোস্তাফিজুর রহমান এবং একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ করিম। গতকাল মঙ্গলবার সকালে শহরের হাজিপাড়ার শিবির মেস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খানের ভাষ্যমতে, বেশ কয়েকজন শিবির কর্মী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা নিয়ে ওই মেসে গোপন বৈঠক করছিলেন। এ খবর পেয়ে একটি ছাত্রসংগঠনের কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মোস্তাফিজুর ও মাসুদকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানোর হয়েছে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন