রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ২৪-০২-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকের কক্ষে তল্লাশি চালিয়ে দুই শতাধিক জিহাদি বই ও সিডি জব্দ করা হয়েছে। এ সময় ওই হলের ছাত্রলীগের কর্মীদের নামের তালিকা উদ্ধার করা হয়। মতিহার থানার পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ তল্লাশি চালায়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের ২৫১ নম্বর কক্ষে তল্লাশি চালানো হয়। ওই কক্ষ থেকে দুই শতাধিক জিহাদি ও ইসলামি বই; বেশ কিছু ইসলামি সিডি ও কয়েকটি পেনড্রাইভ জব্দ করা হয়। উদ্ধার করা হয় হলে অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীদের নামের তালিকা। এ নামের তালিকায় ছাত্রলীগের কর্মী আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মাযহারুল ইসলাম, মাহমুদুর রহমান, মোর্শেদুল ইসলামসহ ১৫ জনের নাম রয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন তল্লাশি চালানোর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তল্লাশির সময় আনিসুর রহমান কক্ষে ছিলেন না। এ ঘটনায় সন্ধ্যা সাতটা পর্যন্ত মামলা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুসতাক আহমেদ বলেন, ক্যাম্পাসে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন