17 February 2010

সিলেট জামায়াত নেতাসহ ৩১ জনকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ ৩১ জনকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাইকোর্ট।

একই সঙ্গে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিঞা এবং বিচারপতি আব্দুর রাজ্জাকের বেঞ্চ এ নির্দেশ দেয়।

এদিকে একই বেঞ্চ চট্টগ্রামের জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য এম শামসুল ইসলামকে আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে। তবে সংসদ সদস্য হওয়ায় চাইলে তাকে (শামসুল ইসলামকে) জামিন দিতেও নিু আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সিলেট পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ ৪২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এদের মধ্যে ৩১ জন বুধবার আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

সংঘর্ষের দিন ১১ জনকে আটক করা হয়।

পৃথক একটি মামলায় এম শামসুল ইসলামকে আসামি করা হলে তিনিও আগাম জামিন চান।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং ব্যারিস্টার বেলায়েত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এলএন/এএল/জিএনএ/২১২৫ ঘ.


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন