17 February 2010

রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

রংপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ওপর হামলার ঘটনায় বুধবার রংপুরের হারাগাছ পৌর জামায়াতের আমির আমিনুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এ সময় তার বাড়ি থেকে বেশকিছু জেহাদি বই উদ্ধার করা হয়।

বিচার বিভাগীয় হাকিম মাহমুদুল হাসানের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার সন্ধ্যায় হারাগাছ পৌর এলাকার ঠাকুরদাস বাজারে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কুদ্দুসের ওপর হামলা চালায়।

এ ঘটনায় ওইদিন রাতেই কুদ্দুসের ছেলে আতিকুল ইসলাম বাদী হয়ে হারাগাছ পৌর জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি আইনুল ইসলাম, শিবির কর্মী রব্বানী, মিলন, আজাদ ও সাজুর বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আব্দুল কুদ্দুস বলেন, তার ছেলে আতিকুল ইসলামকে শিবিরে যোগদান করানোর জন্য স্থানীয় জামায়াত ও শিবির ক্যাডাররা চাপ দিচ্ছিল।

তিনি জানিয়ে দেন, "আমার ছেলে স্বাধীনতা বিরোধী যুদ্ধপরাধীর দল করতে পারে না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না।"

এ কারণে জামায়াত নেতা আইনুল ইসলাম ও শিবির ক্যাডার রব্বানী এবং তাদের আরও কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা চালায় বলে তিনি জানান।

কাউনিয়া থানার ওসি রাফিউল ইসলাম বলেন, সকালে হারাগাছ দরদি বাজার এলাকার বাসা থেকে আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

জঙ্গি তৎপরতার সঙ্গে এই নেতার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট খন্দকার নাজমুল হুদা তৌহিদ বলেন, মুক্তিযোদ্ধা কুদ্দুসের ওপর হামলার পরপরই আমরা সন্ত্রাসীদের পাকড়াও করার অভিযান শুরু করেছি। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরার চেষ্টা চলছে।"

স্থানীয় সংসদ সদস্য টিপু মুন্সি বলেন, "শুনেছি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আমি চাই সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন