বিশেষ প্রতিনিধি | তারিখ: ১১-০২-২০১০
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধবিরোধীদের, বিশেষ করে জামায়াতের আস্তানা আছে, সেখানে বিশেষ চিরুনি অভিযান চালাবে সরকার। এ অভিযানে পুলিশ নেতৃত্ব দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক সাংবাদিকদের এ কথা জানান।
শামসুল হক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের আইনশৃঙ্খলা পর্যালোচনা করা হচ্ছে। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, বিশেষ করে জামায়াত যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও ঢাকার পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন