11 February 2010

শিবিরের নৃশংস হামলা: সরকারের প্রতি হাইকোর্টের রুল নিসি জারি


নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১১-০২-২০১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের নৃশংস হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যের ব্যর্থতা বা সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখতে কেন একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না তা জানাতে সরকারের প্রতি রুল নিসি জারি করেছেন হাইকোর্ট। আট দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব এবং পুলিশের মহাপরিদর্শককে এর জবাব দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির মনজিল মোরশেদ, রুহুল কুদ্দুসসহ কয়েকজন আইনজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত সোমবারের ঘটনাটির প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করলে হাইকোর্ট এই রুল নিসি জারি করেন।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন