13 February 2010

নিজামী-কায়দা!




নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৪-০২-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার দায় সরকারের ওপর চাপিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তিনি দাবি করেছেন, সরকার পরিকল্পিতভাবে জামায়াত ও শিবিরের বিরুদ্ধে অভিযান পরিচালনার পটভূমি তৈরির জন্য রাজশাহীকে বেছে নিয়েছিল। পরিকল্পিতভাবে হামলা চালিয়ে একজন ছাত্রকে হত্যা করে এখন জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
গতকাল শনিবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে ঢাকা মহানগর ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিজামী এ দাবি করেন। তিনি বলেন, কয়েক দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হত্যার ঘটনাকে কেন্দ্র করে সরকার ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে জামায়াত ও শিবিরের বিরুদ্ধে সন্ত্রাস শুরু করেছে।

এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দোষী বলার মতো তথ্য পাইনি। তদন্ত ছাড়া মন্তব্য করলে প্রকৃত দোষীরা আড়ালে থেকে যায়।’ তিনি আরও বলেছিলেন, ‘আমরা তো আর একটা ঘটনা ঘটলেই কাউকে দোষী বলতে পারি না। রাতে ঘটনা ঘটেছে। অন্ধ ধারণা থেকে কোনো মন্তব্য করতে চাই না।’

গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করে তাঁর লাশ ম্যানহোলে ফেলে দেয়। ছাত্রলীগের আরও চার কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয় শিবিরের সন্ত্রাসীরা।

গতকাল এই বিষয়টির প্রতি ইঙ্গিত করে নিজামী উল্টো সরকারকেই এ ঘটনার জন্য দায়ী করেন। তিনি বলেন, সরকার গত এক বছরে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা থেকে জাতির দৃষ্টি ভিন্ন খাতে ফেরানোর উদ্দেশ্যেই মিথ্যা অজুহাতে সরকার জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। তিনি অবিলম্বে রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান ও মহানগর জামায়াতের নায়েবে আমির আহসানুল্লাহ্সহ জামায়াত-শিবিরের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নিজামী আর বলেন, ‘আমরা বাংলাদেশের দুটি বন্দর বিনা চুক্তিতে ভিনদেশিদের ব্যবহার করতে দিতে চাই না।... আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তির বিরুদ্ধে যারা সোচ্চার তাদের রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই সারা দেশে গ্রেপ্তার অভিযান চলছে।’

জামায়াতের আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী জামায়াত-শিবিরকে উত্খাতের ঘোষণা দিয়ে পুলিশকে চিরুনি অভিযানের যে নির্দেশ দিয়েছেন, তা গণতন্ত্রের ভাষা নয়।

ঢাকা মহানগর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মকবুল আহমাদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা প্রমুখ বক্তব্য দেন। জামায়াতের সাংসদ হামিদুর রহমান সভায় উপস্থিত ছিলেন।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন