12 February 2010

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ২১ জন শিবির কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১২-০২-২০১০


রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের পেছনের দুটি ভবন থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এক অভিযান চালিয়ে ২১ জন শিবির কর্মীকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। তাদের মধ্যে ১৯ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, শিবিরের কর্মীরা ওই ভবনগুলোতে গোপনে বৈঠক করছে, এই সংবাদের ভিত্তিতে পুলিশ রাত দুইটা থেকে অভিযান শুরু করে। ঘণ্টাব্যাপী এ অভিযানে পুলিশ ২১ জন শিবির কর্মীকে আটক করে।

আটক শিবির কর্মীদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মোহাব্বত আলী, অর্থ সম্পাদক আবুল কাশেম, প্রকাশনা সম্পাদক জালালউদ্দিন, শিবিরের সাথী হাফিজুর রহমান, গণিত বিভাগের ছাত্র নাইমুল ইসলাম, মো. হাবিব ও সাখাওয়াত হোসেন।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন