বাগমারা (রাজশাহী) প্রতিনিধি | তারিখ: ১২-০২-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ও গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র ফারুক হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজ শুক্রবার ভোরে নগরের বাগমারা থেকে তিন শিবির কর্মীকে আটক করেছে।
তাঁরা হলেন আবুল ওবাব (২৫), আবদুস সালাম (২৬) ও জিয়া (২৪)। তাঁদের বাড়ি ঝিকড়া গ্রামে।
আটক সালামের বড় ভাই ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘র্যাবের লোকজন আমার ভাইকে ধরে নিয়ে গেছে। সে রাজশাহী কলেজের ছাত্র এবং ঘটনার আগে থেকেই বাড়িতে ছিল।’ অন্য আটককৃতদের আত্মীয়স্বজনেরা জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচয় দিয়ে বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের থানায় দেওয়া হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, থানায় দেওয়ার ব্যাপারে র্যাবের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিছু জানায়নি।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন