15 February 2010

আওয়ামী লীগের মিছিলে হামলাঃ জামায়াত-শিবিরের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | তারিখ: ১৫-০২-২০১০


সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আওয়ামী লীগের মিছিলে হামলার অভিযোগে জামায়াত-শিবিরের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার উপজেলা যুবলীগের সভাপতি ফারুক হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

পুলিশ এ ঘটনায় নজরুল ইসলাম নামে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। উপজেলা জামায়াতের দাবি, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের সশস্ত্র হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হওয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারুলিয়া বাজারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি পারুলিয়ায় অবস্থিত উপজেলা জামায়াত এবং শিবিরের কার্যালয় অতিক্রম করার সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা চালান। এতে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক হোসেনসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় ফারুক হোসেন বাদী হয়ে উপজেলা জামায়াতের আমির মোস্তফা আসাদুজ্জামান, সখীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিয়াউর রহমান, জেলা জামায়াতের শুরা সদস্য মাহবুবুল আলমসহ ২২ জনের নাম উল্লেখ করে জামায়াত-শিবিরের মোট ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর মোহাম্মদ অভিযোগ করেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিল নিয়ে উপজেলা জামায়াত, পারুলিয়া ইউনিয়ন জামায়াত ও উপজেলা ছাত্রশিবিরের কার্যালয় ভাঙচুর করেন।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন