13 February 2010

ফারুকের পরিবারের জন্য অটোরিকশা

জয়পুরহাট প্রতিনিধি | তারিখ: ১৩-০২-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডারদের হাতে নিহত গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের পরিবারকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা দিয়েছে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার খোর্দ্দ সগুনা গ্রামে ফারুকের বাড়িতে গিয়ে তাঁর বাবা ফজলুর রহমানের হাতে এই অটোরিকশা তুলে দেন। এ সময় তিনি ব্যক্তিগতভাবে ফজলুর রহমানের হাতে ১০ হাজার টাকাও দেন।

জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল দুপুরে ফারুকের বাড়িতে গেলে তাঁর বাবা-মা ও বোনেরা কান্নায় ভেঙে পড়েন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফারুকের কবরে পুষ্পমাল্য অর্পণ করে মোনাজাত করেন।

ঋণ মওকুফের আহ্বান: ফারুক হোসেনের পরিবারের নেওয়া ৬৭ হাজার টাকা শিক্ষাঋণ মওকুফের জন্য তাঁর মা হাসনা বেগম গত বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের জয়পুরহাটের দোগাছী বাজার শাখায় আবেদন করেন। এই আবেদন নওগাঁ আঞ্চলিক শাখার প্রধান কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন