11 February 2010

নাটোরে রাতে জামায়াত কার্যালয়ে আগুন

নাটোর প্রতিনিধি | তারিখ: ১২-০২-২০১০


নাটোর শহরের চকরামপুর মহল্লায় গতকাল বৃহস্পতিবার রাতে জেলা জামায়াতে ইসলামের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে যায়। জামায়াত নেতাদের দাবী, ক্ষমতাসীন মহাজোট সমর্থকেরা এই আগুন দিয়েছে।

জেলা জামায়াতের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধায় ক্ষমতাসীন দলের কর্মী সমর্থকেরা মোটরসাইকেল নিয়ে তাদের কার্যালয়ের সামনে অবস্থান করে। কিছু সময় অপেক্ষার পর তারা ফিরে যায়। পরে রাত ৯টার দিকে অপরিচিত কয়েকজন যুবক কার্যালয়ের দুটি কক্ষে আগুন দেয়। তিনি জানান, ফোনে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়া হয়। আধাঘন্টা পর দমকলের গাড়ি এসে আগুন নেভায়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ অভিযোগ প্রত্যাখান করে বলেন, তাদের কোন কর্মী-সমর্থক আগুন লাগাতে যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, আগুন কিভাবে লাগলো তা এখনো বোঝা যাচ্ছে না। ওই কার্যালয়ের সব কক্ষের তালা খোলা ছিল। তিনি বলেন, আগুনে খুব বেশী ক্ষতি হয়নি। তিনি ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে জানান।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষের ঘটনায় জেলার বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রাম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র শিবির কর্মী আব্দুল খালেককে পুলিশ গ্রেপ্তার করেছে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন