নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১০-০২-২০১০
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা কমিটির সভাপতি ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেছেন, জামায়াত-শিবিরের মৌলবাদীরা দেশকে নরকে পরিণত করেছে। দিন দিন এই নরখাদকেরা সহিংস হয়ে উঠছে। তিনি আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড ও একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মিল রয়েছে। কবীর চৌধুরী জামায়াত-শিবির সম্পর্কে বলেন, এরা যে কতটা নৃশংস হতে পারে, তা দেশবাসী ভালো করেই জানে। তিনি যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে হতাশা ব্যক্ত করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যদি ইতিমধ্যেই শুরু করা যেত তাহলে জামায়াত-শিবিরের এতটা সাহস হতো না। তিনি আশা প্রকাশ করেন, সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে জামায়াত-শিবিরকে শায়েস্তা করবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির। শাহরিয়ার কবিরের জিহাদের প্রতিকৃতি প্রামাণ্যচিত্রের বিরুদ্ধে পাঠানো জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পাঠানো এক উকিল নোটিশের ওপর ঘাতক দালাল নির্মূল কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। উকিল নোটিশটি সম্পর্কে শাহরিয়ার কবির বলেন, তিনি এর জওয়াব দেবেন না। আলী আহসান মুজাহিদ যদি আদালতের শরণাপন্ন হতে চান, তাহলে তাঁকে তিনি স্বাগতই জানাবেন। তিনি আদালতেই তথ্যপ্রমাণ নিয়ে এর মোকাবিলা করবেন বলে সাংবাদিকদের জানান।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন