6 February 2010

শিবিরকে সাহায্য করা ঈমানি দায়িত্ব: নিজামী



নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৭-০২-২০১০

জামায়াতের আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ‘ছাত্রশিবিরকে শক্তি জোগানো, তাদের সহযোগিতা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা যে কাজ করতে পারিনি, ছাত্রশিবির তা করছে। তাদের সহযোগিতা না করলে আল্লাহ্র দরবারে আমাদের জবাবদিহি করতে হবে।’

গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তাদের বেশির ভাগ আলোচনায়ই পঞ্চম সংশোধনী বাতিল ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল-সংগঠন নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান নিজামী সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি ও পরিস্থিতি নিয়ে কোনো কথা বলেননি।

অনুষ্ঠানে নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধসহ যেসব কথা বলা হচ্ছে, তার কোনো কিছুই বাস্তবায়ন হবে না, করতে দেওয়া হবে না।
জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, দেশ-জাতি আজ শিবিরের দিকে তাকিয়ে আছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে সমাজতন্ত্রের ও ধর্মনিরপেক্ষতার রাজনীতি চলবে, সেই বাংলাদেশে ইসলামের রাজনীতিও চলবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের নামে সরকার ইসলামি রাজনীতি বন্ধ করে ধর্মনিরপেক্ষ রাজনীতি চালু করতে চায়। আওয়ামী লীগের ষড়যন্ত্র যদি বানচাল করতে হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে কার্যকর শক্তি হচ্ছে ছাত্রশিবির, জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলো। এ জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।

রমনা থানা জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, ‘ছাত্রশিবির একটি দুর্গ। এই দুর্গে আঘাত হানতে চাইলে পাল্টা আঘাতে আপনাদের দুর্গ চুরমার হয়ে যাবে। আপনারা আমাদের সঙ্গে পারবেন না।’ পল্টন থানা আমির শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের কাজে বাধাগ্রস্ত করতে পারবেন না। বাধাগ্রস্ত করলে পানির ১০ হাত নিচে গিয়েও আত্মরক্ষা করতে পারবেন না। আজকের সরকার যা করছে, ছাত্রশিবির তা লক্ষ করছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করীম।

খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন