নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৪-০১-২০১০
চট্টগ্রামে ‘হক ভিলায়’ ছাত্রশিবিরের মেস থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উত্স বা কোত্থেকে এ অস্ত্র এসেছে সে ব্যাপারে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কেউ মুখ খুলছেন না। গ্রেপ্তার হওয়া ১২ জনের মধ্যে রিমান্ড শেষে গতকাল পর্যন্ত পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তার হওয়া জামায়াতকর্মী ডা. একরামুল হকের ছেলে গোলাম আজম আব্বাসী পুলিশকে জানান, দ্বিতীয়তলার মেসের কোনো শিবিরকর্মী তাঁর বসতঘরে অস্ত্রটি রাখতে পারে। তবে সংশ্লিষ্ট শিবিরকর্মী সম্পর্কে তিনি পুলিশকে কিছু বলেননি। শুধু বলেন, ‘আমার জীবন ধ্বংসের জন্য কেউ এটা করতে পারে।’
হক ভিলায় শিবিরের শীর্ষ নেতাদের নিয়মিত যাতায়াতের কথা স্বীকার করেন ডা. একরামুল হক। তবে উদ্ধার হওয়া অস্ত্রের উত্স সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে থাকতেন। ওই সময় জামায়াত সমর্থিত ইসলামি ছাত্রসংঘের নেতা ছিলেন তিনি। রিমান্ড শেষে গত শুক্রবার আদালতের মাধ্যমে ডা. একরামকে কারাগারে পাঠানো হয়।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন