রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০৮-১০-২০০৯
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে শিবিরের নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে মহড়া দিয়েছেন। ক্যাম্পাসে মহড়া দিতে নিষেধ করায় শিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দেখে নেওয়াসহ বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দেন।
প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু হলের শিবির সভাপতি শাহনেওয়াজ স্বচ্ছের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে শিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ক্যাম্পাসে মহড়া দিতে থাকে। তাঁরা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে যাওয়ার সময় প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া পুলিশ নিয়ে তাঁদের গতি রোধ করেন এবং মহড়া দিতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা প্রক্টরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তঁারা প্রক্টরকে দেখে নেওয়াসহ ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দেন। পরে তাঁরা বিক্ষপ্তিভাবে ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, গত ১৩ মার্চ ক্যাম্পাসে শিবির, ছাত্রলীগ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর থেকে ক্যাম্পাসে রাজনৈতিক মিছিল, সমাবেশ, মহড়াসহ সব রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দষ্টিকালের জন্য নিষদ্ধি করা হয়। কিন্তু শিবির বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে মহড়া দিয়েছে। পাশাপাশি তাঁরা তাঁকে দেখে নেওয়াসহ ক্যাম্পাস অচল করে দেওয়ারও হুমকি দিয়েছে। তিনি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখার শিবির সভাপতি শাহনেওয়াজ স্বচ্ছ ঘটনার সত্যতা অস্বীকার করেন। তিনি এ ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন