নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম| তারিখ: ১০-০৯-২০০৯
চট্টগ্রাম মেডিকেল কলেজে বাংলাদেশ ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে গতকাল বুধবার দুপুরে মৃদু সংঘর্ষ হয়েছে। এতে ইমরান, রুশো, ওয়ালিউল্লাহ ও মহসিন নামের চারজন সামান্য আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবিরের কর্মীরা দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ইফতারের দাওয়াত দিচ্ছিলেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক টি এম ফাহাদ নাছিফ বলেন, শিবির চুপে চুপে ইফতার পার্টির আয়োজন করে। এ নিয়ে তাঁদের জিজ্ঞাসা করা হলে ঘটনার সূত্রপাত হয়।
শিবিরের সভাপতি সাজ্জাদুর রহমান বলেন, ‘আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ইফতার পার্টির আয়োজন করেছি। কিন্তু ছাত্রলীগ তাতে বাধা সৃষ্টি করে।’
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন