রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি| তারিখ: ২৯-০৮-২০০৯
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও নবাব আবদুল লতিফ হলের আবাসিক ছাত্র গোলাম মোস্তফাকে ওই হলের শিবিরের নেতা-কর্মীরা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাম মোস্তফা গতকাল শুক্রবার নগরের মতিহার থানায় ওই হল শাখা শিবিরের সভাপতি ইয়াছিন আলীসহ পাঁচজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে আরও যাঁদের নাম রয়েছে হলেন হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক লিটন, হলের সাবেক সভাপতি মাসুদ, কর্মী পারভেজ এবং ফারুক হোসেন।
জিডিতে মোস্তফা উল্লেখ করেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ওই হলের ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটনের নেতৃত্বে একদল নেতা-কর্মী তাঁর কক্ষে ঢুকে হত্যার হুমকি দেন। গত ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষে শিবিরের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানীর খুনের সঙ্গে তিনি জড়িত দাবি করে শিবির কর্মীরা তাঁকে এই হত্যার হুমকি দেয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান থানায় জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন