15 January 2010

মেহেরপুরে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে তিন সাংবাদিকসহ আহত ৬


মেহেরপুর প্রতিনিধি | তারিখ: ১৫-০১-২০১০


মেহেরপুর সরকারি কলেজে অনার্স ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মেহেরপুর সরকারি কলেজে প্রথম বর্ষের অনার্স ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষার সময় আধিপত্য বিস্তার নিয়ে কলেজে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে পরীক্ষা শেষে কলেজের বাইরে ছাত্রশিবির ও ছাত্রলীগের কর্মীরা বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগের কর্মীদের ধাওয়া খেয়ে শিবির কর্মীরা কলেজের পাশে স্বপ্নায়ন নামের শিবিরের ছাত্রাবাসে অবস্থান নেয়। সেখান থেকে শিবির কর্মীরা ছাত্রলীগের কর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা ছাত্রাবাস ঘিরে ফেলে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপরও চড়াও হয়।
এ সময় সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে ছাত্রলীগের কর্মীদের হামলায় প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য, আমার দেশ-এর প্রতিনিধি পলাশ খন্দকার ও দৈনিক দেশতথ্য পত্রিকার ফটোসাংবাদিক মিজানুর রহমান আহত হয়েছেন। সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মফিজুর রহমানসহ তিনজন ছাত্রলীগের নেতাও আহত হয়েছেন।

পুলিশ ছাত্রশিবিরের ছাত্রাবাস থেকে জেলা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেনসহ ২৪ শিবির কর্মীকে আটক করেছে।

একপর্যায়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট অবিডিও মার্ডি উপস্থিত হন। এ সময় ছাত্রলীগের কর্মীরা অবস্থান পরিবর্তন করে মিছিল নিয়ে জেলা জামায়াতের অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম এবং মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, শিবির কর্মীরা সশস্ত্র অবস্থায় তাঁদের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিবির কর্মীদের হাতে পিস্তল ছিল বলে ছাত্রলীগের নেতারা অভিযোগ করেছেন।

মেহেরপুর জেলা জামায়াতের আমির ছমিরউদ্দিন বলেন, কথাকাটাকাটিকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে। ছাত্রলীগের কর্মীরা জেলা জামায়াতের অফিসের কম্পিউটার, তিনটি মোটরসাইকেলসহ মূল্যবান সামগ্রী ভাঙচুর করে অফিসে আগুন ধরিয়ে দেয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশ স্বপ্নায়ন নামের শিবিরের ছাত্রাবাস থেকে কম্পিউটার সামগ্রীসহ লোহার রড জব্দ করেছে।

সাংবাদিক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর প্রেসক্লাব।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন