7 January 2010

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা | তারিখ: ০৭-০১-২০১০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ক্লাস ও পরীক্ষা দুই দিন বন্ধ রাখা হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এদিকে শিবিরের ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ। ঘটনার তদন্তে সাত সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জামালউদ্দিন ভূঁইয়া বলেন, উপাচার্যের অনুমোদনক্রমে সার্বিক পরিস্থিতির বিবেচনায় ৬ ও ৭ জানুয়ারি ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রফিকুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।’

সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, মঙ্গলবার রাতে শিবিরের ২৮ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি মো. তারিকুল ইসলাম।
গত মঙ্গলবার দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটির জের ধরে শিবির ও ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলার ঘটনায় শিক্ষকসহ ২২ জন আহত হন। শিবিরের হামলায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মো. ফখরুদ্দিনকে গতকাল দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে ঢাকায় পাঠানো হয়েছে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন